সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

সামনে চলে আসছেন বাইডেন

মার্কিন নির্বাচন

সামনে চলে আসছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে চলছে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন আগের দুই রাজ্যে জয়ী বার্নি স্যান্ডার্স। সাউথ ক্যারোলিনায় ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন পেয়েছেন বাইডেন।

সিএনএন জানিয়েছে, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার এবং নেভাদায় পরাজয়ের পর সাউথ ক্যারোলিনায় জয় পেলেন জো বাইডেন।  সাউথ ক্যারোলিনায় সবচেয়ে বেশি ভোটার হলেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনী। এ কারণে জো বাইডেন বেশি সুবিধা পেয়েছেন। কারণ, তিনি আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনীদের মধ্যে বেশ জনপ্রিয়। এর আগে শনিবার নেভাদা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় ককাসে বড় জয় পান ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আগামীকাল  সুপার টুয়েসডে। এদিন একসঙ্গে ১৪টি রাজ্যে ভোট হবে। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস। এসব রাজ্যের এক হাজার ৩৫৭ প্রতিনিধির মধ্যে  কার ঝুলিতে কত যাচ্ছে। এরপরই  দলীয় মনোনয়ন দৌড়ে কোন কোন প্রার্থীর অবস্থান ভালো তা পরিষ্কার হবে। চূড়ান্তভাবে মনোনীত হতে হলে লড়াইয়ে থাকা প্রার্থীদের কাউকে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে বঞ্চিত মোট তিন হাজার ৯৭৯ প্রতিনিধির মধ্যে অন্তত এক হাজার ৯৯১ জনের সমর্থন অর্জন করতে হবে। কেউ এই সংখ্যক সমর্থন না পেলে জুলাইয়ে ডেমোক্র্যাট পার্টির সম্মেলনে ডেলিগেট ও সুপার ডেলিগেটরা মিলে প্রার্থী চূড়ান্ত করবেন। সুপার টুয়েসডের পর কিছুটা পরিষ্কার হওয়া যাবে, কে হতে পারেন ডেমোক্র্যাট দলের প্রার্থী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর