মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তানে তেলের ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে এক বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। একটি টানেলের মধ্যে থাকা জ্বালানির ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। কাবুল থেকে ৮০ মাইল উত্তরে সালাং টানেলে এ  ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ টানেল মূলত ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়ন গড়েছিল। আফগানিস্তানের উত্তর ও দক্ষিণের সংযোগ রক্ষার জন্য এ টানেল বা সুড়ঙ্গ গড়ে তোলা হয়। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র হিমাতুল্লাহ শামিম জানান, মৃতদের মধ্যে রয়েছেন কয়েক নারী ও শিশু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া টানেলের মধ্যে কয়েকজন আটকে গেছেন বলেও জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পারওয়ান এলাকার স্বাস্থ্য দফতর মোট ১৪ জন নিহতের খবর দিয়েছে।

তাদের মোট ২৪ আহতকে হাসপাতালে আনা হয়েছে। দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের এক মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ রবিবার সকালে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কর্মরত দলের সদস্যরা এখনো টানেলটি পরিষ্কারের কাজ করছে।

সর্বশেষ খবর