শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অ্যামাজন রক্ষায় লুলার অঙ্গীকার বাস্তবায়ন চায় পরিবেশবাদিরা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজন রেইন ফরেস্ট রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেন।

অতিরক্ষণশীল জইর বলসোনারোকে হারিয়ে ক্ষমতায় আসার পর লুলার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় অ্যামাজন বন রক্ষা করা। কারণ বলসোনারোর চার বছর মেয়াদে লাগাতারভাবে এ বন উজাড় করা হয়।

তাই ক্ষমতায় এসে কাজ শুরুর প্রথম দিনেই লুলা অ্যামাজন রক্ষায় একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এ ছাড়া তিনি আন্তমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন এবং রেইন ফরেস্ট রক্ষায় বাতিলকৃত আন্তর্জাতিক তহবিলের পুনরুজ্জীবন ঘটান। তিনি বন উজাড়ের বিরুদ্ধে শূন্য নীতির অঙ্গীকার করেন।

কিন্তু এখন এসব অঙ্গীকার ও পদক্ষেপ বাস্তবায়নের পালা। কারণ সোমবার লুলার (৭৭) ক্ষমতার ১০০ দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে পরিবেশবিদরা বলছেন, জমি দখলকারী, গবাদি পশুর খামার ও অবৈধ সোনার খনির কারণে অ্যামাজনের ধ্বংস বন্ধ করতে তারা সম্মানিত পরিবেশমন্ত্রী মারিনা সিলভার কাছ থেকে পরবর্তী দৃঢ় পদক্ষেপ আশা করছেন।

সর্বশেষ খবর