বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সম্পর্ক জোড়া লাগছে রিয়াদ-হামাসের

বহু বছর পর সৌদি আরব সফরে গেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইসমাইল হানিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এর মধ্য দিয়ে হামাসের সঙ্গে সৌদি আরবের টানাপোড়েন অবসানের পথ খুলে যেতে পারে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে সংগঠনটির প্রধান নেতারা রয়েছেন। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন গড়ার স্বপ্ন বাস্তবায়নে সব আরব ও মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়।

সর্বশেষ খবর