তালেবান কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি পালন করেছে। দিনটি উপলক্ষে গতকাল নানা অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী কাবুলের পাশাপাশি কান্দাহর থেকে জালালাবাদ কিংবা হেরাট- সে দেশের নানা শহরে রাজপথে নামল সাঁজোয়া গাড়ি। বহু তালেবানকে দেখা যায় মোটরবাইকে। কিন্তু এই উদযাপনের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো সেখানে চীনা রাষ্ট্রদূতের উপস্থিতি। ছিলেন ইরানের রাষ্ট্রদূতও।
তালেবানরা আফগানিস্তান প্রথম শাসন করে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত।
এরপর প্রায় ২৯ বছর সংগঠনটিকে তটস্থ রাখে যুক্তরাষ্ট্র। ২০২১ সালে ফের আফগানিস্তান দখল করে তালেবান। তবে এই তিন বছরে তাদের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। যদিও চলতি বছর তালেবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে দেয় চীন। সে দেশের প্রশাসনের মতে, বিশ্বের প্রত্যাশাগুলো পূরণে আফগানিস্তান সচেষ্ট হবে।