যেকোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে রাশিয়া আগেই এ মর্মে সতর্কতা জারি করেছিল ইউক্রেন। তার মধ্যেই গতকাল সকালে ফের বিস্ফোরণে কেঁপে উঠল মধ্য কিয়েভ। গতকাল ভোরে ইউক্রেন ভূখন্ডে কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া রাজধানীর আশপাশে চলছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হানা। রাশিয়ার মূল ভূখন্ডে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অভিযান মস্কোর জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে। এখন পর্যন্ত রাশিয়া সেখানে কোনো প্রতিরোধ তৈরি করেনি। কিন্তু ইউক্রেনকে সমস্যায় ফেলতে অন্যান্য জায়গায় তৎপরতা বাড়াচ্ছে মস্কো। বেলারুশ সীমান্তে আরও সেনা মোতায়েন করা হচ্ছে। এক সপ্তাহ আগেই সে দেশ এই ঘোষণা করেছিল। ইউক্রেন সীমান্তে সে দেশের সেনাবাহিনীর বাড়তি তৎপরতার দোহাই দিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো বাড়তি সেনা মোতায়েনের পূর্বাভাস দিয়েছিলেন। রবিবার ইউক্রেনের সরকারও সেখানে বাড়তি তৎপরতার কথা জানিয়েছে। ফলে বেলারুশও এবার সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়বে কি না সে বিষয়ে প্রশ্ন উঠেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণলায় বেলারুশের উদ্দেশে মস্কোর চাপে পড়ে কোনো ‘ট্র্যাজিক’ ভুল না করার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, শনিবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। ওই সময়ে সেখানে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল আমেরিকা। গত বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের চেরকাসি, কিরোভোহার্ড, পোলতাভা এবং সুমি অঞ্চলে অন্তত ১৬টি রুশ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির। এদিকে দুই দেশের নিয়ন্ত্রণ রেখার আশপাশের অঞ্চল সাংবাদিকদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে, রবিবার তা স্পষ্ট হয়ে গেছে। ইউক্রেনের পূর্বে ক্রামাটরস্ক শহরে এক হোটেলের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সংবাদ সংস্থা রয়টার্সের এক কর্মী নিহত ও দুই সাংবাদিক আহত হয়েছেন। হামলায় রায়ান ইভান্স নামের নিরাপত্তা উপদেষ্টার মৃত্যুর খবর জানিয়েছে রয়টাস। ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন এ সদস্য ২০২২ সাল থেকে রয়টার্সের সাংবাদিকদের নিরাপত্তার পরামর্শ দিয়ে এসেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি জানিয়েছেন, ৫০০ কিলোমিটার পাল্লার রুশ ইস্কান্দার মিসাইল সেই হোটেলের ওপর আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও গভীরে প্রবেশ করছে। ছোট পদক্ষেপ হলেও নতুন করে দুটি এলাকা দখল করা হয়েছে। ফলে প্রায় দুই সপ্তাহ ধরে ইউক্রেনের সামরিক অভিযান সাফল্য পেয়ে আসছে। সন্ধ্যায় নিজের ভাষণে জেলেনস্কি বলেন, আরও একটি এলাকা দখলের পরিকল্পনা করা হচ্ছে।