রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে দীর্ঘদিনের লড়াইয়ে যতটুকু অগ্রসর হতে পেরেছে, এখন তার চেয়েও বেশি দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতিদিন সেখানে কয়েক বর্গকিলোমিটার এলাকা দখল করে নিচ্ছে তারা। এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বাহিনী ইউক্রেনের প্রধান প্রতিরক্ষা রেখা ভেদ করার চেষ্টা চালানোর মধ্যে সোমবার পুতিন এ কথা জানালেন। ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ রয়েছে রুশ বাহিনীর হাতে। গত বছর ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের লড়াইয়ে অগ্রসর হয়। ৬ আগস্ট ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে লড়াইয়ে অগ্রসর হতে থাকার পর রাশিয়ার সেনাবাহিনী সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনে হামলা বাড়িয়েছে। সেই হামলার প্রসঙ্গেই মস্কোর প্রায় ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরের তুভায় একটি সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের উদ্দেশে বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমরা ডনবাস অঞ্চলে দীর্ঘদিন এমন গতিতে অগ্রসর হইনি। ‘এখন আমরা আর ২০০-৩০০ মিটার আগ্রসর হওয়ার কথা বলছি না। রাশিয়ার সশস্ত্র বাহিনী এখন ২০০-৩০০ মিটার নয়, বরং কয়েক বর্গকিলোমিটার এলাকা এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসছে।’ রুশপন্থি সামরিক ব্লগাররা জানিয়েছে, রুশ বাহিনী বর্তমানে পূর্ব ইউক্রেনের সেলিডোভে ও ইউক্রেনস্ক শহরে লড়াই করছে।
খারকিভে রুশ হামলায় আহত ৪১ : ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ অন্তত ৪১ জন আহত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেনের আঞ্চলিক প্রধান ওলেহ শিনেহুবভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। মস্কো শহরের ‘বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একচেটিয়া’ হামলা চালাচ্ছে। রুশ হামলায় খারকিভের একটি সুপারমার্কেট ও ক্রীড়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ওলেহ শিনেহুবভ বলেন, শহরের বাসিন্দারা প্রতিদিন এসব জায়গায় যেতেন।