ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বলেছেন, এ বছরটা তার জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল। কেট মিডলটনের ‘অতি ব্যক্তিগত’ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। ওই ভিডিওতে কেট এ কথা বলেন। খবর বিবিসির। গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সেই সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। তারও আগে থেকে কেটকে প্রকাশ্য কোনো আয়োজনে দেখা যায়নি। কেটের অসুস্থতা ও প্রকাশ্যে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মাস দু-এক পর একটি ভিডিও বার্তা দেন কেট। তাতে অশ্রুসিক্ত নয়নে নিজের ক্যান্সারের সঙ্গে লড়াই করার কথা জানান তিনি। ভিডিও বার্তায় কেট বলেছেন, এ বছরটা তার জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল। ক্যান্সার হঠাৎ আমার জীবন বদলে দিয়েছে।