জুলাই মাসে নির্বাচনি প্রচারে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। এবার এ নির্বাচনের আরেক প্রার্থী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিসের প্রচার দপ্তরে চলল গুলি! মঙ্গলবার মধ্যরাতের এ ঘটনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দুই প্রার্থী দিন রাত এক করে ভোটারদের দরজায় ছুটছেন। কিন্তু পরপর এ ধরনের ঘটনায় বড় প্রশ্নের মুখে ডেমোক্র্যাট-রিপাবলিকান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিরাপত্তা। অ্যারিজোনার স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকালে দপ্তরে ঢুকে গুলি চলার প্রমাণ পাওয়া গেছে। সে সময় সেখানে কেউ ছিলেন না। ফলে কেউ আহত হননি। ঘটনাস্থলে পৌঁছেছে গোয়েন্দাদের একটি দল। কে বা কারা কেন ডেমোক্র্যাট দলের দপ্তরে গুলি চালাল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। গতকাল সকালে প্রচার দপ্তরে ঢুকে কর্মীরা দেখেন, দপ্তরের সামনের জানালার কাচ ভাঙা। সেখানেই গুলি চালানো হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর মধ্যরাতের পর একইভাবে কমলাদের দপ্তরে গুলি চলেছিল। ছররা বন্দুক দিয়ে জানালা লক্ষ্য করে ছোড়া হয়েছিল গুলি।