ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ভগবান কৃষ্ণের ভক্ত হিসাবে উত্তরপ্রদেশের মন্দির শহর বলে খ্যাত বৃন্দাবনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)-এর মন্দিরে অবস্থান করছিলেন ওই বাংলাদেশি নাগরিক। অবশেষে বৃহস্পতিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
চট্টগ্রামের বাসিন্দা বাংলাদেশির নাম ফাল্গুন বিকাশ বৈদ্য (৩৫)। জন্মের সনদ, আধার কার্ড, প্যান কার্ডসহ জাল নথি দিয়ে গত কয়েকবছর ধরে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক (পবিত্র দাস) সেজে বসবাস করছিলেন বলে অভিযোগ। তার কাছ থেকে মোবাইল ফোন, ব্যাঙ্কের এটিএম কার্ড, ল্যাপটপ, আধার কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ইস্যু করা জন্মের সনদ উদ্ধার করা হয়েছে। একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে বৈদ্যের কাছ থেকে, যার মেয়াদ ২০২২ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত।
পুলিশি জেরায় ওই ব্যক্তি জানান, ৫০০ রুপি ঘুষের বিনিময়ে ২০০৪ সালে তিনি ভারতে প্রবেশ করেন। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরের ইসকনের মন্দির এবং মধ্যপ্রদেশের উজ্জয়নি শহরে ইসকনের মন্দিরের পর ২০১০ সালে বৃন্দাবনে চলে আসেন তিনি। সেখানেই ভগবান কৃষ্ণের ভজন-কীর্তন করতে থাকেন। ভারতে প্রবেশের পরই এক ব্যক্তির মধ্যস্থতায় রুপির বিনিময়ে জাল ভারতীয় নথি সংগ্রহ করেন বলেও অভিযোগ।
বৈদ্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭ ও ৪৬৮ এবং ১৯৪৬ সালের ১৪ ফরেনারস অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃন্দাবন পুলিশ চৌকির সাব-ইন্সপেক্টর বিপিন গৌতম জানান, বৃন্দাবনে বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে। আটক বাংলাদেশি নাগরিকের সাথে এই এলাকায় বসবাসকারী অন্য বাংলাদেশিদের কোনো যোগসাজশ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এবারই প্রথম নয়, বৃন্দাবনে অবৈধভাবে বসবাসের অভিযোগে সাম্প্রতিক সময়ে ৫০ এরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম