ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি (এন.আর.সি) এর চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখের বেশি মানুষের নাম বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার এ কথা জানিয়ে রাজ্যটির পৌর ও নগরায়নমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, "আমরা আসামের মানুষের পাশে দাঁড়াচ্ছি। নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে অত্যন্ত উদ্বেগের সাথে আছে যে, এই ১৯ লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে। ৪০ লাখ থেকে এখন ১৯ লাখ এসে দাঁড়িয়েছে। কিন্তু এই মানুষগুলোকে তো আর আকাশে ওড়ানো যাবে না।"
কলকাতায় গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলতে গিয়ে মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেস নেতার প্রশ্ন, "যদি আমরা ভারত থেকে এদেরকে তাড়িয়ে দিই, তবে তারা কোথায় যাবে?
তিনি আরও জানান, "মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বেগে আছেন। কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে দেখা হবে। কিন্তু আসামের যে সমস্ত মানুষ অনিশ্চয়তায় ভুগছেন, আমরা তাদের পাশে আছি।"
উল্লেখ্য, শনিবার সকালে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ বাসিন্দার নাম। তালিকায় স্থান পেয়েছে রাজ্যের ৩.১১ কোটি বাসিন্দা। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে প্রকাশিত এনআরসির খসড়া তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম।
এদিকে, এনআরসি থেকে বাদ পড়ে চিন্তায় ঘুম ছুটেছে বহু মানুষের। তবে প্রকৃত ভারতীয় নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে মুখ্যমন্ত্রী সদানন্দ সর্বানন্দ সোনোয়াল এর সরকার। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেয়া হয়েছে এনআরসি তালিকা থেকে বাদ পড়লেও এখনই কাউকে বিদেশে হিসেবে ধরে নেয়া হবে না। রাজ্য কোনভাবেই তালিকায় নাম না থাকা ব্যক্তিদের আটক করবে না। বিষয়টি আদালতের উপর ছেড়ে দেয়া হয়েছে। তবে সবাইকে বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে বলেও জানিয়েছে সরকার।
বিডি-প্রতিদিন/মাহবুব