বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্বামীর চোখ উপড়ে ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালুগাড়ি গ্রামে শাবল দিয়ে বাকপ্রতিবন্ধী স্বামী নুরুল ইসলামের (৪৬) চোখ উপড়ে ফেলার অভিযোগে স্ত্রী সাজেদা বেগমকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পেশায় ইলেকট্র্রিশিয়ান নুরুল ইসলাম ও সাজেদা বেগমের দুই ছেলে-মেয়ে আছে। এর আগে সাজেদা অনৈতিক কর্মকাণ্ডরত অবস্থায় ধরাও পড়েন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। ভুক্তভোগী নুরুল ইসলামের ভাতিজা শাহ আলম বলেন, সোমবার রাত ১২টার দিকে চিৎকার শুনে গিয়ে দেখি লোহার শাবলের আঘাতে চাচার বাম পাশের চোখ বের হয়ে পড়েছে। সেখান দিয়ে রক্তপাত হচ্ছে। শাহ আলম বলেন, চাচার অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সাজেদা বেগম বলেন, সংসার খরচসহ এনজিওর ঋণের কিস্তির টাকা না দেওয়ায় তিনি স্বামী নুরুলকে আঘাত করেছেন। পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, অভিযুক্ত সাজেদাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সাজেদা দাম্পত্য কলহের জেরে নুরুলকে শাবল দিয়ে আঘাত করার বিষয়টি স্বীকার করেছেন।

সর্বশেষ খবর