প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে। কোনো বিচ্যুতি ঘটে থাকলে তা সমাধান করা হবে। এ ছাড়া আগামী রবিবার থেকে হাই কোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তিনি।
গতকাল প্রধান বিচারপতির সঙ্গে আইন, বিচার ও মানবাধিকার-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটি সদস্যদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা এখনো রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে। এটা নিষ্পত্তি হলে সবকিছু সুরাহা হবে। বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, আমরা রাষ্ট্রের অনির্বাচিত অঙ্গ। তাই আমি মনে করি, সব ক্ষেত্রে জনসাধারণের কাছে আমাদের জবাবদিহি থাকাটা জরুরি। এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ-উল-আলম সহসভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সভাপতি আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।