ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, চব্বিশের আন্দোলনে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার। এর সুস্পষ্ট দলিল জাতির কাছে রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও ফ্যাসিজমের নগ্ন হস্তক্ষেপ প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মঞ্জুরুল ইসলাম আরও বলেন, জাতির যে কোনো দুর্যোগে ছাত্রশিবির সবার আগে এগিয়ে এসেছে। কিন্তু ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে সুযোগ দেওয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিবিরের অনেক নেতা-কর্মীকে গুম-খুন এবং ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ছাত্রশিবির চায় ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হোক। আমরা কোনো দলীয় লেজুড়বৃত্তি চাই না ক্যাম্পাসগুলোতে, কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির। শিবির সভাপতি বলেন, আমরা চাই সব ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হোক। যারা এত দিন ক্যাম্পাসে সহাবস্থানের অধিকার পায়নি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।