সাবেক ব্যাংকার ড. ইকবাল কবীর মোহন বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধির ফলে খেলাপি ঋণ বেড়ে যাবে। তৈরি পোশাক রপ্তানিকারকরা ব্যাংক থেকে মূলধন নিয়ে ব্যবসা করেন, ব্যবসা কমে গেলে তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন। এতে বেড়ে যাবে ঋণখেলাপির হার, যা ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলবে। ইকবাল কবীর মোহন বলেন, এমনিতেই বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে রয়েছে। পোশাক রপ্তানিতে সংকট তৈরি হলে ব্যাংকিং খাত আরও তীব্র সংকটে পড়বে, যা সামাল দেওয়া কঠিন হবে। আমাদের মনে রাখতে হবে, পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা যেমন সুতা তৈরির কারখানা (স্পিনিং) ও এক্সেসরিজ কারখানা ইত্যাদি সংকটে পড়বে। এই পরিস্থিতি তৈরি হলে ব্যাংকসহ জাতীয় অর্থনীতির ভিতও নড়ে উঠবে এবং এতে দেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। তিনি আরও বলেন, এই শুল্কনীতির ফলে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বাড়তি শুল্ক ঘোষণার ফলে মার্কিন মুলুকেও পণ্যের দাম বৃদ্ধি পাবে। ফলে মূল্যস্ফীতি দেখা দেবে। এর প্রতিক্রিয়ায় তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। তাই দেশের আমদানিও কমে যাবে। ফলে রপ্তানিকারক দেশগুলোর সমস্যা বাড়বে। বাংলাদেশও এর বাইরে থাকবে না। আমাদের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫ শতাংশ। এই বৃদ্ধির কারণে দ্বিতীয় স্থানে থাকা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আমাদের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পোশাক খাতে প্রথম ধাক্কায় যেসব রপ্তানি আদেশ পোশাক মালিকদের হাতে আছে তারা বেশি ক্ষতির মধ্যে পড়বেন। দীর্ঘমেয়াদে রপ্তানি আদেশ কমে গেলে আমাদের চলমান ২৫০০ থেকে ২৬০০ পোশাক কারখানায় উৎপাদন কমে যাবে। এতে শ্রমিক ছাঁটাইয়ের মতো সংকট তৈরি হতে পারে, ফলে বাড়বে বেকারত্ব। আর এতে বাড়বে সামাজিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা।
শিরোনাম
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
খেলাপি ঋণ বৃদ্ধি পাবে
ড. ইকবাল কবীর মোহন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর