শারীরিক সম্পর্কে সন্তুষ্টি প্রাপ্তির দিক দিয়ে পৃথিবীতে শীর্ষে উঠে এসেছে সুইজারল্যান্ড। পৃথিবীর ২৬টি দেশের প্রায় ২৬ হাজার মানুষের উপর পরিচালিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। 'ডুরেক্স' নামে একটি কোম্পানি ১৬ বছরের ঊর্ধ্ব বয়সী মানুষের উপর এ জরিপটি চালায়। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
জরিপে দেখা যায়, মাত্র ৪৪ শতাংশ মানুষ যৌন সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট। লক্ষণীয় বিষয় হলো, যৌন সম্পর্কে সন্তুষ্টি প্রাপ্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আরো লক্ষণীয় হলো, তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থানে থাকা স্পেন ও ইতালি। অার গ্রীস ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম।
আশ্চর্যজনক হলেও সত্যি, যে ফ্রান্সকে বিশ্বের সবচেয়ে বেশি রোমান্টিক জাতি হিসেবে বিবেচনা করা হয়, সেই ফ্রান্সই তালিকায় নেই। তালিকার শীর্ষ দশে স্থান পাওয়া বাকি দেশগুলো হচ্ছে নেদারল্যান্ডস, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, জার্মানি ও চীন।
ডুরেক্সের পরিচালিত এই জরিপে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌন সন্তুষ্টি প্রাপ্তির ব্যাপারটি হ্রাস পেতে থাকে। শারীরিক ও মানসিকভাবে যারা ভালো থাকেন তাদের ক্ষেত্রেই যৌন সন্তুষ্টি প্রাপ্তির সম্ভাবনা অধিকতর জোরালো। যৌন সন্তুষ্টির ক্ষেত্রে অর্গাজম প্রাপ্তি প্রধান ফ্যাক্টর বলেও গবেষকরা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ২ মে ২০১৫/শরীফ