সম্প্রতি ব্রিটেনের শিশু সহায়তা সংস্থা এনএসপিসিসির কাছে সহায়তা চাওয়া শিশুর সংখ্যা ছিল ৬ হাজার ৫০০ জন। যাদের বেশিরভাগই প্রধানত উদ্বেগজনিত সমস্যায় ভুগছে । জানা যায়, এনএসপিসিসির কাছে প্রতি মাসে গড়ে ১ হাজার শিশু উদ্বেগজনিত মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য পরামর্শ সহায়তা চেয়েছে। আর এ ক্ষেত্রে একটি লিঙ্গ বৈষম্যের চিত্রও ফুটে উঠেছে। ছেলে শিশুদের তুলনায় সাত গুন বেশি সংখ্যক মেয়ে শিশু এই সমস্যা থেকে মুক্তির জন্য পরামর্শ সহায়তা চেয়েছে।
জানা যায়, শুধু যুক্তরাজ্যেই গত এক বছরে উদ্বেগ থেকে মুক্তির জন্য সহায়তা চেয়ে আবেদন করা শিশুর সংখ্যা ৩৫% বেড়েছে। ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি) এর চাইল্ড লাইনের তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে উদ্বেগে আক্রান্ত শিশুর সংখ্যা বিশ্বব্যাপী তীব্রগতিতে বাড়ছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/18