পুরুষের চেয়ে নারীর স্মৃতিশক্তি বেশি হয়ে থাকে। সম্প্রতি নিউইয়র্কের বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছে, অনিয়মিত ঘটনাগুলি নারীদের মস্তিষ্কের অভ্যন্তরে স্তরে স্তরে সাজানো থাকে। বিজ্ঞানীরা ২১২ জন নারী ও পুরুষদের উপর পরীক্ষা করে জানতে পেরেছেন, ঘটনা বা তারিখ মনে রাখায় ক্ষেত্রে নারীরাই অনেক এগিয়ে আছে।
নারীরা পর্যবেক্ষণ ক্ষমতার জোরে নির্দিষ্টভাবে খুব সহজেই ঘটনাগুলি সাজিয়ে ফেলতে পারেন। এর ফলে পরবর্তীকালে অনায়াসেই ক্রম বজায় রেখে ঘটনার বিবরণও দিতে পারেন। তবে বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতা হ্রাস পেলেও, তাদের সমবয়স্ক পুরুষদের থেকে তখনো নারীরা বেশ এগিয়ে থাকেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/20