২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৯

জেনে নিন মুঠোফোন পরিষ্কারের সঠিক পদ্ধতি

অনলাইন ডেস্ক

জেনে নিন মুঠোফোন পরিষ্কারের সঠিক পদ্ধতি

জেনে নিন মুঠোফোন পরিষ্কারের সঠিক পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা দেখলেন। তারপর সেই হাতে চোখ কচলে নিয়ে বিছানা থেকে নামলেন। বাথরুমের কাজ সারতে সারতেও হাতে মুঠোফোনে দিনের খবর পড়া। তারপর নাস্তা খাওয়ার সময়েও এক হাতে নেটমাধ্যমে ঘোরাফেরা। সকাল থেকে কত জায়গায় ফোনটা রাখলেন এবং তারপর ফোন ধরে সেই হাত চোখে মুখে দিলেন। বেশির ভাগ মানুষই এমনটি করে থাকে। তারা ভুলে যান যে এই মুঠোফোন থেকে জাবীণু ছড়ানো কতটা সহজ। শুধু করোনাভাইরাস নয়, যেকোনও ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়াতে পারে এই মুঠোফোন থেকেই। অনেকের মুখে ব্রণের মূল কারণও মুঠোফোনের স্ক্রিনে জমে থাকা ধুলাবালি।

তাই নিয়মিত ফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তবে নিয়মিত মানে কত ঘন ঘন? সেটা জানা প্রয়োজন। যদি আপনি বাড়িতেই থাকেন, তাহলে সপ্তাহে এক থেকে দু’বার পরিষ্কার করুন। কিন্তু আপনি যদি নিয়মিত রাস্তায় বের হন, তাহলে আপনার দু’দিন অন্তর পরিষ্কার করতে হবে। অফিসে গিয়ে ফোন কোথায় রাখছেন, সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলেন, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলেন কি না— এগুলো খেয়াল করা অত্যন্ত জরুরি। তেমন কিছু ঘটলে অবশ্যই সেদিন বাড়ি ফিরে ফোন পরিষ্কার করুন।

কীভাবে পরিষ্কার করবেন

১. প্রথমে মৃদু গরম পানিতে সাবান বা সাবান জাতীয় জিনিস দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন।
২. তারপর শুকনা নরম কাপড় দিয়ে ফোনের আলগা ময়লা মুছে ফেলুন।
৩. ফোন বন্ধ করে নিন।
৪. ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন কোনও তরলে নরম কাপড় বা তুলা ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। অ্যালকোহল দেওয়া পরিষ্কার করার ওয়াইপও ব্যবহার করতে পারেন।
৫. হয়ে গেলে ফের নরম কাপড় দিয়ে মুছে নিন।

মুঠোফোন পরিষ্কার করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

১. অ্যালকোহলের পরিমাণ যেন ৭০ শতাংশের কম না হয়। তাতে জীবাণু মরবে না। ১০০ শতাংশও যেন না হয়, তাহলে ফোনের ক্ষতি হতে পারে।
২. কোনও তরলে ফোন ডুবিয়ে ফেলবেন না।
৩. ফোনের কোনও পোর্টে কোনও তরল যেন না ঢুকে যায়।
৪. শুকনা টিস্যু পেপার দিয়ে ঘষবেন না, স্ক্রিনে দাগ হয়ে যেতে পারে।
৫. ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর