১৯ মে, ২০১৯ ১২:২০

মোদির বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

অনলাইন ডেস্ক

মোদির বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। প্রচার শেষ হয়ে যাওয়ার পর মোদির কেদারনাথ ভ্রমণ ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। যাতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছ তৃণমূল কংগ্রেস। 

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন নির্বাচন কমিশনের কাছে মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করে চিঠি লিখেছেন।

তৃণমূল সাংসদ জানিয়েছেন, মোদির কেদারনাথ যাত্রা সব সংবাদমাধ্যমে ফলাও করে দেখানো হয়েছে। এমনকি, মোদি নিজে সেখানে গিয়ে কেদারনাথ মাস্টারপ্ল্যানের কথা ঘোষণা করেন এবং সাংবাদিক বৈঠকও করেন। প্রচার শেষ হয়ে যাওয়ার পর একজন প্রার্থীকে নিয়ে এই প্রচার ভীষণভাবে অপরাধজনক বলে মনে করেন তিনি। অবিলম্বে এই নিয়ে কমিশনের পদক্ষেপ করা উচিত। 

মোদি কেদারনাথে গিয়ে যা করেছেন তাতে এক শ্রেণির ভোটারকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেরেক। কমিশন সেটা দেখেও চোখ বন্ধ করে আছে বলে অভিযোগ করেছেন তিনি। 


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর