অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের সাথে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত মেঘনা ইকোনমিক জোনে ৩টি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ৩টি, আনন্দবাজারে ২টি এবং মেঘনাঘাটে ১টি সহ মোট ৯টি শিল্প কারখানার একত্রে উদ্বোধনের সময় একথা বলেন তিনি।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও বেজা’র চেয়ারম্যান পবন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ