রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২০২৪ সালে এটির নির্মাণ কাজ শেষ হলে উত্তরাঞ্চলের চাহিদা মাফিক প্রত্যেক জেলায় একাধিক ট্রেন দেয়া হবে। বর্তমান সরকারের নেতৃত্বে রেল যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। যেসব এলাকায় রেল যাতায়াতের একটি লাইন রয়েছে সেখানে দুটি লাইন করা হচ্ছে। মিটার গেজের পাশাপাশি ব্রড গেজ লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুতে একটি লাইন থাকার কারণে উত্তরাঞ্চলে নতুন করে ট্রেন দেয়া যাচ্ছে না।
শুক্রবার রাতে রংপুর রেলস্টেশনের উন্নয়ন কাজের ফলক উন্মোচন শেষে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, এই সরকার সাধারণ মানুষের সরকার। আর সাধারণ মানুষের বাহন হলো রেল। বিএনপি-জামায়াত সরকার রেল খাতে কোন বিনিয়োগ করেনি। উল্টো রেলকে উঠিয়ে দেয়ার পায়তারা করেছিল। স্টেশনগুলো বন্ধ করে দিয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় এসে ২০১১ সালে আলাদা রেলপথ মন্ত্রণালয় করে আবার রেলে গতি আনার কাজ করে যাচ্ছে।
রেলপথ মন্ত্রী আরও বলেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ করে রংপুর থেকে ঢাকাসহ অন্যান্য এলাকায় রেল ভ্রমণের সময় কমিয়ে আনা হচ্ছে। রংপুর রেলস্টেশনে নতুন একটি প্লাটফর্ম নির্মাণ, বিদ্যামান প্লাটফর্মকে বর্ধিতকরণ, বহুতল ভবন নির্মাণ, স্টেশন এলাকা সুরক্ষিত করতে বেস্টনীর ব্যবস্থা করাসহ নানাবিধ উন্নয়ন কাজ দ্রুতই শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাব্যবস্থাপক ডিএন মজুমদার, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম, রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন