পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এই ১২ বছরে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, তা আপনারা নিজে স্বীকার করবেন। সড়ক, সেতু, বিমানবন্দর, নৌবন্দর, রেল, কোথায় আমরা কাজ করিনি? হাজার হাজার স্কুল, কলেজ, মেডিকেল, টেকনিক্যাল, বিশ্ববিদ্যালয়, প্রতি মাসে প্রতি সপ্তাহে এই দেশে আমরা এগুলো করছি।’
তিনি বলেন, ‘খাদ্যের অভাব নেই। আমাদের পেটে এখন ভাত আছে। দরিদ্রতা কমেছে, শিক্ষার হার বেড়েছে। গত ১২ বছরে কেন এগুলো সম্ভব হয়েছে? তার প্রধান কারণ, সুন্দর স্থিতিশীল পরিবেশে একজন অভিজ্ঞ, একজন সাহসী ব্যক্তি শেখ হাসিনা এই সরকারের প্রধান ছিলেন। এইটা ধরে রাখতে হবে।’
আজ বুধবার বিকালে সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘একটি দল আছে, যারা কথায় কথায় হুমকি-ধামকি দেয়। তারা কথায় কথায় বলে, নির্বাচন করব না। এটা ঠিক আছে। কিন্তু করতে দেব না, এইটা কেউ বলতে পারে? এটা আমাদের রাষ্ট্র। গ্রামের সাধারণ মানুষের রাষ্ট্র। আপনারা ভোটার। আমরা যদি ভোট দেই কার ক্ষমতা আছে, আমাদের ভোট থেকে বঞ্চিত করবে?’
তিনি বলেন, ‘কোনো আসামি জজ ব্যারিস্টারকে ভালোবাসে না। সে চোর, সে ডাকাত। সে কি পুলিশকে ভালোবাসবে? সে তো চাইবেই পুলিশ শেষ হয়ে যাক। কোট-কাছারি বন্ধ হয়ে যাক। যাতে করে ডাকাতি করতে পারে। এমন দল আছে, যারা মনে করে দেশে কোনো আইন-কানুন থাকবে না। আমরা ইচ্ছামতো ক্ষমতা দখল করব। করেছেতো ভাই। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে বন্দুকের জোরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল। আমরা আর এগুলো চাই না। আমরা চাই স্থিতিশীল পরিবেশ। আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। আমরা চাই শিক্ষিত বাংলাদেশ এবং উদার বাংলাদেশ। অসাম্প্রদায়কি বাংলাদেশ।’
চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এ টি এম শোয়েবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল মুমিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র কামরুজ্জামান সেবুল।
শুভেচ্ছা বক্তব্য দেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি টুনু মিয়া।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ