পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে এগুলো প্রসেসিং ও ব্যবস্থাপনা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে পাবলিকের টাকায়। তাই সরকারি সফটওয়্যারে পাবলিক অ্যাকসেস থাকতে হবে।’
তিনি বলেন, ‘পাবলিক অ্যাকসেস সব জায়গায় থাকতে হবে। ‘কাছে এসো না, দূরে দূরে থাকো’ এই নীতি থেকে বের হতে হবে। পাবলিক যেন এর অ্যাক্সেস পায়। হাওর ও তিস্তার চরের মানুষও যেন এগুলোর অ্যাকসেস পায়। তবে সরকারের নিজস্ব নীতি আছে।’
আজ রবিবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘দ্য সফটওয়্যার অব প্রজেক্ট প্রসেসিং অ্যাপরাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড রিসার্স ম্যানেজমেন্ট সিস্টেমের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা মহৎ কাজের দিকে যাচ্ছি। সারাবিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলছি, আমরা একই বৃত্তের মানুষ। আজ একটি সফটওয়্যার উদ্বোধন করলাম। এটা সবার কাজে দেবে। সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প বেশি। তারা সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু করে থাকে। তবে সফটওয়্যার যেন হ্যাক না হয় ও এটাকে ভিন্ন দিকে প্রবাহিত না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বিডি প্রতিবেদন/জুনাইদ আহমেদ