কৃষিমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী সময় থেকে এদেশে গম আসছে না। ইতোমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। শিক্ষিত ছেলে-মেয়েরা মাঠে কাজ করতে চায় না, আমরা মেশিন ব্যবহারের দিকে ঝুঁকছি। কৃষিখাতের সম্প্রসারণে আমরা দিচ্ছি কম্বাইন হার্ভেস্টার, ধান লাগানোর যন্ত্র, ধান মাড়াইয়ের যন্ত্রসহ বিভিন্ন কৃষি যন্ত্র। কারণ বাংলাদেশে যদি কৃষি না হয় দেশ টিকে থাকবে না।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরি এলাকায় ব্রি ধান ৯২ জাতের বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ব্রি ধান ৯২ জাতের প্রশংসা করে মন্ত্রী বলেন, ৯২ জাতের ধান থেকে পাওয়া চাল চিকন। এযাবতকালের সবচেয়ে বেশি উৎপাদনশীন ৯২ জাতের ধান। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি শতকে কমপক্ষে ১ মণ ধান পাওয়া যায়।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা