পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, হাওরাঞ্চলের মানুষের উদ্বেগ দূর করতে ফসল রক্ষার জন্য স্থায়ী প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত দুটো প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে। প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করে বাঁধ নির্মাণের পরও মানুষের আহাজারি শোনতে হচ্ছে। তাদের এই আহাজারি, উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করতে স্থায়ী প্রকল্পের চিন্তা করছে সরকার।
বৃহস্পতিবার সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী।
তিনি বলেন, সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্য ৫৩০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ভেঙেছে ১৫০ মিটার। সেটার মধ্যে ৫০ মিটার মেরামত হয়েছে। বাকি একশ মিটারও মেরামত করা হবে।
মন্ত্রী বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণের কোনো পর্যায়ে কারও অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। আগামীতে বাঁধ নির্মাণের আগে কৃষকদের সম্পৃক্ত করতে গণশুনানির বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, পাউবোর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সামসুদ্দোহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই