মেক্সিকোর একটি দোকানে ৮০ বছর ধরে লা পস্কুএলীটা নামে একটি পুতুল রাখা আছে। নববধূ আকারের এই পুতুলের সত্যটা জানার পর সকলেই অবাক হয়ে গেছেন।
১৯৩০ সালে ২৫ মার্চ প্রথম মেক্সিকোর এই দোকানে পুতুলটিকে কাঁচের ভেতর রাখা হয়েছিল। সাদা রঙের পোশাক পড়া নববধূর সাজে এই পুতুলকে জীবিত মনে হয়। প্রথমে লোকেরা এখানে তার সৌন্দর্য দেখতে আসতো। এরপরে যখন আশেপাশের লোকজন লক্ষ্য করে যে এই পুতুলের মুখটি দোকানের মালিক পস্কুএলীটা এস্পার্যার মতো দেখতে যার মৃত্যু হয়েছিল ২৫ মার্চের কিছুদিন আগে।
পস্কুএলীটার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড়ে দেয়। যার ফলে তার মৃত্যু হয়। পস্কুএলীটার মা তাকে খুব ভালোবাসতেন। সেজন্য তিনি তার মেয়ের মৃতদেহের ওপর মোমের স্তর দিয়ে তাকে পুতুলের আকার দেন। কিন্তু এই পুতুলের সম্বন্ধে সাধারণ মানুষ যে কথাগুলি বলছে সেটাকে পস্কুএলীটার মা গুজব বলেছেন। কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেনি।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/এনায়েত করিম