সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইমোজি এবার সাপের গায়েও! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পাইথনের দুধসাদা গা জুড়ে অজস্র হলুদ স্মাইলি ফেস। এর নেপথ্যের স্রষ্টা পাইথন ব্রিডার জাস্টিন কবিলকা। নানা পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছেছেন জাস্টিন। সময় লেগেছে আট বছর।
চিত্রবিচিত্র ল্যাভেন্ডার আলবিনো পিবাল্ড বল পাইথনের স্বাভাবিক প্রজনন ঘটিয়েই তিনি এই চমক দিয়েছেন। স্মাইলি ইমোজির এই বিরল সাপের তিনি নাম দিয়েছেন 'ইমোজি বল পাইথন'। বাজারে যার দাম সাড়ে ৪ হাজার মার্কিন ডলার। দেখুন সেই পাইথনের ভিডিও-
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল