আপত্তিকর সেক্স টেপ পর্নো কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ব্রিটিশ অভিনেত্রী মিশকা বারটনের দুই প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে। আর এমন অভিযোগ করলেন ওই অভিনেত্রী নিজেই। গত বুধবার লস অ্যাঞ্জেলসে নিজের আইনজীবীকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মিশকা। সেখানে তিনি জানিয়েছেন, তার কিছু নগ্ন ছবি ও ভিডিও পর্নো কোম্পানির হাতে চলে গিয়েছে। তাঁর সন্দেহ, এ কাজ করেছেন তাঁর দুই প্রাক্তন বয়ফ্রেন্ড জন জাচারিস এবং অ্যাডম সাউ।
মিশার আইনজীবী লিসা ব্লুম জানান, রিভেঞ্জ পর্নোগ্রাফি কিন্তু শারীরিক হেনস্থার সামিল। মিশার সঙ্গেও সেটাই হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এটা অপরাধ। যারা ওই ক্লিপটা দেখছেন তাদের ওপরও কিন্তু নজর রাখা হচ্ছে।’’ পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার