নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানের সময় নাটকীয়ভাবে কমে যায় পর্নসাইট পর্নহাব'র ভিজিটরের সংখ্যা। ওয়েবসাইট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গতবারের মতো এবারও অ্যাপল কীনোট স্পিচ চলার সময়টাতে ভিজিটরেরর সংখ্যা একেবারেই কমে যায় সাইটটির।
অ্যাপলের অনুষ্ঠানটি শুধু সাফারি ব্রাউজার, অ্যাপল টিভি এবং মাইক্রোসফট এজ ব্রাউজার থেকেই দেখার সুযোগ ছিল। পর্নহাবের তথ্য অনুযায়ী, এ সময়ে ম্যাকওএস এবং আইওএস ডিভাইস থেকে যথাক্রমে ৮ এবং ১২ শতাংশ ব্যবহারকারী কমে গিয়েছিল। এজ এবং সাফারি ব্রাউজার থেকে ব্যবহারকারী কমেছিল অন্য সময়ের তুলনায় ৪ এবং ৮ শতাংশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জবস থিয়েটারে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন এক্স বা আইফোন টেনের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। এছাড়াও উন্মোচন করা হয় আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা