ব্যাপারটা বোঝার আগেই গালে পড়ল একের পর এক চড়৷ গোটা ঘটনায় একেবারে হতবাক কর্তব্যরত এক ভারতীয় সেনা সদস্য ৷ আর অন্যদিকে মহিলার চড়া গলা ও সেনার গালে জোরে চড়! ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায়৷
পাশ দিয়ে যাওয়া এক গাড়ি থেকে গোটা ঘটনাটি মোবাইল ফোনে বন্দি হয়৷ আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ার সাহায্যে ছড়িয়ে পড়ে আপাতত টক অফ দ্য টাউন৷ ইন্টারেনেটের ভাষায় তা ভাইরাল৷
ঘটনার পর অবশ্য অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁর নাম স্মৃতি কার্লা। ৪৪ বছরের বিবাহবিচ্ছিন্না ওই মহিলার বাড়ি গুরুগ্রামে। স্মৃতির বিরুদ্ধে ‘সরকারি কর্মচারীকে মারধর’ এবং ‘সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া’র অভিযোগ আনা হয়। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি জামিন পেয়ে যান।
বিডি প্রতিদিন/১৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল