আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মানুষদের বাড়ির উঠানে একটি পাহাড়ি সিংহকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এই প্রজাতির সিংহকে পুমা ও কুগার নামেও ডাকা হয়। জানা গেছে, প্রাণীটি জঙ্গলে ফিরে যাচ্ছিলো না।
পরে বন্যপ্রাণী বিভাগের কর্মীরা প্রাণীটিকে চেতনা নাশক ছুড়ে নিয়ন্ত্রণে আনে। ডাক্তারি পরীক্ষার পর পাহাড়ি সিংহটিকে আবার জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, প্রাণীটি সাধারণত মানুষকে হামলা করে না। ক্যালিফোর্নিয়াতে ছয় হাজারের মতো কুগার রয়েছে। কুগার মূলত রাতে ঘুমায়। তারা গবাদিপশু, হরিণ ও ইঁদুর প্রজাতি প্রাণী খায়।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ