২৪ জানুয়ারি, ২০২১ ১৭:২৪

চৌমুহনীতে মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

চৌমুহনীতে মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

সংবাদ সম্মেলন করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

নোয়াখালী চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ওই মেয়র প্রার্থী।

এদিন সকালে চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজিপুরে মুক্তিযোদ্ধা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাতুল (২০), পাপ্পু (২৪), রাশেদ(১৫), আবদুল মান্নান (৬০) ও অমিত হাসান (৩০)। তাদের মধ্যে রাতুলকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে প্রতিপক্ষের লোকজন আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় আমার নেতাকর্মীরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে, আমাদের একজন নারী কর্মীসহ নেতাকর্মীদের তারা বেধড়ক মারধর করে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর