বিএনপি একটি আদর্শহীন 'জগাখিচুড়ী' মার্কা দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, রাজপথে আন্দোলন করে দাবী আদায়ের মতো শক্তি বা মানসিকতা বিএনপি নেতাদের নেই। বিরোধী দলের নেত্রী অবরোধ ডেকে নিজেই ঘরে বসে আছেন। তাই জনগণও তাদের আন্দোলনে সাড়া দেয়নি।
বৃহস্পতিবার দুপুরে তার কুষ্টিয়ার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক অচলায়তন কেটে যাবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, কেউ এই নির্বাচনে নাশকতা ঘটানোর চেষ্টা করলে নির্বাচনের পর তাদের চরম মাশুল দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিরোধী দলের নেত্রীকে অবরুদ্ধ করে রাখার যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।