নির্বাচন সামনে রেখে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব আবুল কালাম আযাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে যে ১২টি দল অংশ নিচ্ছে, তার মধ্যে ছয়টি দল এবার জাতীয় সম্প্রচার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ পাচ্ছে। এর অংশ হিসাবে আওয়ামী লীগের বক্তব্য দিয়েই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন শেখ হাসিনা।