লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সফিকুল ইসলামের বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ৭/৮টি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের বাড়ি লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। একই সময়ে তারা ৭/৮টি হাতবোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গুলি ও বোমার বিকট শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রার্থী সফিকুল ইসলাম বাড়িতে অবস্থান করছিলেন।