১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচীর তৃতীয় দিনে শুক্রবার সকালে নাটোর শহরের ষ্টেশন বাজার ও হাফরাস্তা এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতা-কর্মীরা। হরিশপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে ১৮দল।
এদিকে গত রাতে নাটোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের অধিকাংশই দিনমজুর, হোটেল কর্মচারী ও সবজি বিক্রেতা বলে জানা যায় ।