দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে যেকোনো সময় নতুনভাবে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি আজ সকালে সিলেটের কাজিরবাজারে সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সরকারের ওপর সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে। বিরোধী দলের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস।