ভিডিও বার্তার মাধ্যমে দশম সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের একদিন আগে আজ শনিবার ইউটিউবের সঙ্গে তারেক রহমানের নামে একটি ফেসবুক পাতায় এই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। ইউটিউবের http://www.youtube.com/watch?v=Esaq8jq2NOo এই ভিডিও লিংকে বার্তাটি পাওয়া যায়।
ভিডিও বার্তায় তারেক বলেন, সরকার একটি ‘প্রহসনের’ নির্বাচনের দিকে এগোচ্ছে। আজ সময় এসেছে আমাদের সবার ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ, প্রতিহত এবং বর্জন করার। ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের অস্তিত্বের স্বার্থে।