প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, আগামীকালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, ভোটকেন্দ্রে নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হবে। বিশেষ প্রয়োজনে অল্প কিছু কেন্দ্র পরিবর্তন করা হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, রাজনৈতিক সংকট সমাধানের দায়িত্ব কার, সেটা আমার বলা ঠিক হবে না। দেশবাসী ও ইতিহাস তা বিচার করবে।