ভোটের আগের রাতে নাশকতার কারণে বিভিন্ন জেলার ১৯টি আসনের ১৩৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টা পর্যন্ত মাঠ পর্যায় থেকে তাদের কাছে এ তথ্য এসেছে।
ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে তিনটি, দিনাজপুর-৪ আসনে ১৪টি, দিনাজপুর-৫ আসনে একটি, নীলফামারী-১ আসনে পাঁচটি, নীলফামারী-৩ আসনে চারটি, লালমনিরহাট-১ আসনে একটি, রংপুর-৩ আসনে তিনটি, রংপুর-৪ আসনে ৪১টি, গাইবান্ধা-১ আসনে দুটি, গাইবান্ধা-৩ আসনে ২১টি, গাইবান্ধা-৪ আসনে ২০টি, হবিগঞ্জ-২ আসনে দুটি, কুমিল্লা-৯ আসনে চারটি, ফেনী-৩ আসনে একটি, লক্ষ্মীপুর-১ আসনে তিনটি, চট্টগ্রাম-১৫ আসনে দুটি, বগুড়া-৭ আসনে নয়টি এবং জামালপুর-৪ আসনে দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ সকাল আটটা থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে।