নোয়াখালীর হাতিয়ায় আজ রবিবার সকাল ১১টার দিকে চরচেঙ্গা এমসিএস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসতে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম আমিরের সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থী আয়শা ফেরদেৌসের সমর্থকদের বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়।
এদিকে, চরঈশ্বর বাংলাবাজারে আলী বাজার কেন্দ্রে জাতীয় পার্টির সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জাতীয় পার্টি প্রার্থী আনোয়ারুল আজিমের ২টি মোটর সাইকেল ভাঙচুর ও মারধর করে।
অপরদিকে, চৌমুহনী দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রটি দখলের চেষ্টা চালায় ১৮ দলের কর্মীরা। এসময় পুলিশ বিএনপি ও জামাতের ৬ জনকে আটক করে বলে জানান পুলিশ সুপার আনিসুর রহমান।