রাজধানীর কদমতলী ও চকবাজারে দুটি ভোট কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তার মধ্যেই হাতবোমা বিস্ফোরণে এক আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কদমতলীর অনির্বাণ প্রি ক্যাডেট স্কুল ও চকবাজারের সিরাজউদ্দিন প্রথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
এতে রাস্তায় থাকা আনসার সদস্য ইউনূস আলী (২২), স্থানীয় বাসিন্দা আমীর হোসেন (৫০), আলী আকবর (২৮) ও তার মেয়ে জান্নাতুল (৪) আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে চকবাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন নার্গিস আক্তার নামে এক নারী।