১৩৯টি আসনে গতকাল রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১০৫টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি (এরশাদ) পেয়েছে ১৩টি আসন, জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৪টি, অন্যান্য ৩টি (তরীকত ফডারেশন ১টি, বিএনএফ ১টি ও জেপি (মঞ্জু) ১টি আসন) এবং ১২টি আসন পেয়েছে স্বতন্ত্রপ্রার্থীরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ১২৭ জন আওয়ামী লীগের, ২১ জন জাতীয় পার্টির (এরশাদ), ৩ জন জাসদের, ২ জন ওয়ার্কার্স পার্টির এবং ১ জন জাতীয় পার্টি জেপি (মঞ্জু)।
এ হিসাব অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
কিন্তু নির্বাচন অনুষ্ঠানের আগে ও ভোটগ্রহণ চলাকালে সহিংসতায় ৮টি আসনের ফলাফল প্রকাশ হয়নি। আসনগুলো হচ্ছে- দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, গাইবান্ধা ১, ৩, ৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১। ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পোড়ানো ও কেন্দ্র জ্বালিয়ে দেয়ায় এসব আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটারের চেয়ে কম হওয়ায় ৮টি আসনে পুনঃভোট করতে হতে পারে। এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী জানিয়েছেন, অধিকাংশ আসনের ফলাফল পাওয়া গেছে। উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রের স্থগিতের কারণে কয়েকটি আসনে ফল চূড়ান্ত হয়নি। পুনঃভোটের বিষয়ে ইসির সিদ্ধান্তের জন্য কমিশনে উপস্থাপন করা হবে।