শ্রমিকদের রক্ত দিয়ে প্রস্তুত করা পোশাক পশ্চিমাদের গায়ে উঠবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ও দেশটির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ। রানা প্লাজা ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এই খাতের শ্রমিক ইউনিয়ন বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে দেশটির পোশাক শিল্পে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুঃখজনক ঘটনা ঘটতে পারে। যা বাংলাদেশের তৈরি পোশাকের ব্র্যান্ডকে কলঙ্কিত করবে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনেটর রবার্ট মেনেনডেজ বলেন, ‘গত বছরের রানা প্লাজার মর্মান্তিক ঘটনায় বিশ্ববাসীর বিবেক আহত ও ব্যথিত হয়। ওই ঘটনায় ১১৩০ জনের বেশি শ্রমিক অনাকাঙ্ক্ষিতভাবে পৃথিবী থেকে বিদায় নেয়। ঘটনার পর যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা প্রত্যাহার করে নেয়। শ্রমিকদের অধিকার ও জীবন-মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন হলেই আবার বাণিজ্য সুবিধা দেওয়া হবে।'
তিনি বলেন, ‘ইউনিয়ন স্বাধীনভাবে কাজ করতে না পারলে শ্রমিকদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না। ইউনিয়ন স্বাধীনভাবে কাজ করতে না পারলে পোশাক কারখানার সঠিক অবকাঠামো বা কর্ম-পরিবেশ নিশ্চিত হবে না।’
শ্রমিক ইউনিয়ন বিষয়ে রবার্ট মেনেনডেজ আরও বলেন, ‘পোশাক খাতে বিভিন্ন পক্ষের সহায়তার কারণে গত বছর দেশটি এই খাতে গতানুগতিক ব্যবসা করেছে। অনেক পোশাক কারখানার মালিক ইউনিয়ন নেতাদের গোপনে চাকরি থেকে বহিষ্কার করেছেন। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কিছু পোশাক কারখানার ব্যবস্থাপক ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বিভিন্নভাবে অন্যায় আক্রমণ ও খারাপ ব্যবহার করে আসছে। বাংলাদেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ খাতটির সঙ্গে যুক্ত শ্রমিক ও তাদের কাজের পরিবেশ উন্নয়নে এখনও পুরোনো ধারাতেই রয়েছে।’