এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১০টি শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৬৯.৬০ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৭০ হাজার ৬০২ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কমেছে ২৭ হাজার ৭০৮ জন।
রবিবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী বক্তব্যে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুপুর ২টায় ফল জানতে পারবে।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ পরীক্ষার্থী ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। শেষ হয় ১১ জুন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৫/মাহবুব