মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলম সোমবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন।
পরে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।'
রবিবার সাকা ও মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ফাঁসির মতো ঘটনা দুর্ভাগ্যজনক। গভীর যন্ত্রণা অনুভব করে পাকিস্তান। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকরে গভীরভাবে মর্মাহত হয়েছে পাকিস্তান।’
বিবৃতিতেএকাত্তরের যুদ্ধাপরাধের এই বিচারকে 'প্রহসন' আখ্যায়িত করে এ নিয়ে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার’ কথা বলা হয়। এছাড়া ১৯৭৪ সালের ভারত-পাকিস্তান-বাংলাদেশ চুক্তির আলোকে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ঢাকার প্রতি আহ্বান জানায় ইসলামাবাদ।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দিতে রবিবারই পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সুজা আলম ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন। প্রায় আধা ঘণ্টা আনুষ্ঠানিকতার পর তার হাতে সরকারের পক্ষে লিখিত প্রতিবাদ লিপি তুলে দেওয়া হয়। প্রতিবাদ লিপি তুলে দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অণুবিভাগের মহাপরিচালক তারিক মো. আরিফুল ইসলামসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা। প্রতিবাদ লিপি নিয়ে বেলা ৩টার পর ‘পদ্মা’ ছাড়েন সুজা আলম।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা