ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডায় ব্রেক ফেল করা বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাজ আলী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুনতাজ আলী যশোর জেলার তেজরোল এলাকার আলী আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সদরপুরের চন্দ্রপাড়া থেকে ছেড়ে আসা যশোরগামী একটি রিজার্ভ বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৭২৪) বাখুন্ডা সেতু পেরিয়ে ঢালু পথে নামার সময় ব্রেক ফেল করে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে মুনতাজসহ একাধিক ব্যক্তি ঝুঁকি নিয়ে বাস থেকে বের হওয়ার জন্য লাফ দেয়। তবে মুনতাজ বাসের সামনের দরজা দিয়ে লাফ দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে বাসটি ঘটনাস্থল থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে বাইকের যাত্রীরা আহত হন এবং গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় জনতা চালকসহ বাসটিকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম