শিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ায় রাজশাহী-রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়াম প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ রাজশাহী-রংপুর বিভাগ এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ রাসেল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক তপন কুমার মন্ডল, শাহিনুর আলামিন, মোছাঃ শাহিনুর আকতকর, মোঃ আনিছুর রহমান, মোছাঃ সাবেরা বেগম, অজিত পাল, নুর আলম, জহিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশকে সফল করতে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। এছাড়া সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড দিতে হবে। শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এএম