কুতুবদিয়ার সমুদ্র সৈকতে ভেসে এসেছে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে আব্দুল মোনাফ (৪০) মরদেহ। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নাজির পাড়ার সাগরের তীর থেকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় আনা হয়। এরপর খোঁজ পেয়ে আব্দুল মোনাফের ভাই তার মরদেহটি শনাক্ত করেন।
আব্দুল মোনাফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, কিছু দিন আগে জেলে আব্দুল মোনাফসহ সাতজন জেলে মাছ শিকারে সাগরে যান। এতে তাদের নৌকাটি ডুবে পাঁচ জেলে উদ্ধার হলেও দুইজন নিখোঁজ হন। যার মধ্যে আব্দুল মোনাফও ছিলেন। শনিবার ভোরের দিকে কুতুবদিয়ায় সাগরের জোয়ারে আব্দুল মোনাফের মরদেহ ভেসে আসে। এটি ছাড়াও মহেশখালীর আরও নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিখোঁজ রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, খবর পেয়ে সাগরের তীর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ পেয়ে মরদেহটি আব্দুল মোনাফ বলে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ